ঢাকা
খ্রিস্টাব্দ

বিভিন্ন গ্রেডভূক্ত পদে নিয়োগ পরীক্ষার ফি পুন:নির্ধারণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | বিশেষ সংবাদদাতা
ঢাকা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.১৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.১৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1210250 জন

  • নিউজটি দেখেছেনঃ 1210250 জন
বিভিন্ন গ্রেডভূক্ত পদে নিয়োগ পরীক্ষার ফি পুন:নির্ধারণ

বাংলাদেশ সরকারী কর্মকমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারী/আধা-সরকারী, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-স্বাশিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভূক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি পুন:নির্ধারণ করা হয়েছে। সোমবার ৩০/১২/২০২৪ ইং তারিখ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। 


সংশ্লিষ্ট সূত্রমতে, বিভিন্ন গ্রেডভূক্ত পদের নিয়োগ পরীক্ষার পুন:নির্ধারিত ফি হলো: ৯ম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদে ২০০/- (দুইশত) টাকা, ১০ম গ্রেডভূক্ত পদে ২০০/- (দুইশত) টাকা, ১১তম এবং ১২তম গ্রেডভূক্ত পদে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডভূক্ত পদে ১০০/- (একশত) টাকা, ১৭তম থেকে ২০তম গ্রেডভূক্ত পদে ৫০/- (পঞ্চাশ) টাকা, সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) ৫০/- (পঞ্চাশ) টাকা। 


পাঁচটি শর্তসাপেক্ষে উল্লেখিত পদের পরীক্ষার ফি পুন:নির্ধারণ করা হয়। শর্তগুলো হলো: (ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ও অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ সংগ্রহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের ১৫℅ ভ্যাট হিসেবে আদায় করা যাবে। উদাহরণস্বরূপ: ১৩ থেকে ১৬ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ১০০/- (একশত) টাকার সর্বোচ্চ ১০℅ অর্থাৎ ১০ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত ১০ টাকার ১৫℅ অর্থাৎ ১.৫ টাকা ভ্যাট হিসেবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে ১০০+১০+১.৫= ১১২ টাকা; (খ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষা ফি বাবদ অর্থ গহণের পরবর্তী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে; (গ) অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে; (ঘ) পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের "১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড" এবং "০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬" এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে; এবং (ঙ) কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষার ফি জমা করতে চাইলে "১ প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)- পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)- অর্থনৈতিক কোড (২০৩১)" এ জমা করতে হবে। 


সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, অর্থ বিভাগের বিগত ১৭/০৭/২০২৩ ইং তারিখের ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৪-২৩৫(১) সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | বিশেষ সংবাদদাতা
ঢাকা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.১৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.১৩ পূর্বাহ্ন