ঢাকা
খ্রিস্টাব্দ

তৃতীয় টেকসই উন্নয়ন ও প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা মনোনয়ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | বিশেষ প্রতিবেদক
ঢাকা
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1190046 জন

  • নিউজটি দেখেছেনঃ 1190046 জন
তৃতীয় টেকসই উন্নয়ন ও প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা মনোনয়ন

আগামী ‘১২ জানুয়ারি হতে ০৮ মার্চ ২০২৫ ইং তারিখ’ পর্যন্ত ০৮ (আট) সপ্তাহ মেয়াদে 3rd Sustainable Development and Project Management (SDPM) শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৩০ (ত্রিশ) জন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়। 

মনোনীত কর্মকর্তাগণ হলেন: (১) উত্তম কুমার মন্ডল, পরিচালক (যুগ্মসচিব), দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা; (২) সিরাজাম মুনিরা, উপসচিব (প্রেষণে  ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; (৩) মোসাম্মৎ হাসিনা আক্তার, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (৪) মুহাম্মদ রায়হানুল হারুন, উপসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (৫) নাজনীন সুলতানা, উপসচিব, আইএমইডি;

(৬) মো: নবীনেওয়াজ, সিনিয়র সহকারী সচিব; (৭) মো: মিজানুর রহমান, সহকারী পরিচালক (পরি: ও উন্ন:), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (৮) মো: মামুনুর রহমান, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি; (৯) ফয়সাল হক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ; (১০) সৈয়দ মোরাদ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), যশোর পৌরসভা;

(১১) আবদুস সামাদ শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারি; (১২) মো: রবিউল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর;(১৩) মো: নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর, ফেনী; (১৪) মো: জাহাঙ্গীর কবির, অতিরিক্ত উপপরিচালক (এল. আর); (১৫) মো: আমিন উদ্দিন, পরিচালক, ১৭ আনসার ব্যাটালিয়ন, জামতলী, দীঘিনালা, খাগড়াছড়ি;

(১৬) মো: সোহেল রানা, উপপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট; (১৭) মো: মুনিরুল হাসান, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রাজশাহী; (১৮) মো: শাওন চৌধুরী, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রাজশাহী; (১৯) মোহাম্মদ শাহজাহান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কক্সবাজার; (২০) ডা. রাফসান রেজা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, সিংগাইর, মানিকগঞ্জ;

(২১) ডা: মো: নিয়াজ মুস্তাফি চৌধুরী, সহকারী পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল; (২২) মাজেদা খাতুন, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (২৩) ইশতিয়াক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), সাতক্ষীরা পৌরসভা; (২৪) মো: রুহুল আমিন, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান), সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ; (২৫) আল আমিন, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার;

(২৬) শেখ শরিফুর রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা; (২৭) আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা, কুষ্টিয়া সরকারি কলেজ; (২৮) মো: আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ; (২৯) হালিমা বেগম, উপপরিচালক, বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকা; (৩০) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। 

চারটি শর্তসাপেক্ষে কর্মকর্তাগণকে এ প্রশিক্ষণ কোর্সে মনোনীত করা হয়। শর্তগুলো হলো: (১) মনোনীত কর্মকর্তাগণ স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ পূর্বক জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির ওয়েবসাইটের মাধ্যমে ০৭/০১/২০২৫ ইং তারিখের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। (২) রেজিষ্ট্রেশন সম্পন্নকারী কর্মকর্তাগণ আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ বেলা ৫.০০ টার মধ্যে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি, রূপনগর, মিরপুর, ঢাকাতে যোগদান করবেন। অন্যথায়, ১২/০১/২০২৫ ইং তারিখ হতে মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে সকল কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। (৩) প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন। (৪) কোর্সটি আবাসিক/অনাবাসিক।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | বিশেষ প্রতিবেদক
ঢাকা
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২.০৩ পূর্বাহ্ন