ঢাকা
খ্রিস্টাব্দ

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | নিজস্ব প্রতিনিধি
রংপুর
রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1190599 জন

  • নিউজটি দেখেছেনঃ 1190599 জন
রংপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রংপুরের কোতোয়ালি থানার শান্তিবাগ এলাকায় যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে মোঃ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়।


যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, মোঃ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।


এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের আরও অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।


মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | নিজস্ব প্রতিনিধি
রংপুর
রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন