ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে ‘ওসি’ নেজাম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1181084 জন

  • নিউজটি দেখেছেনঃ 1181084 জন
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে ‘ওসি’ নেজাম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সিএমপির কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন। তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।


সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে। নেজাম উদ্দিন কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


জানা গেছে, নেজাম উদ্দিন সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ