ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদু জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১১.২০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১১.২০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1178149 জন

  • নিউজটি দেখেছেনঃ 1178149 জন
লংগদু জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা শুরা-কর্ম পরিষদ সদস্য ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারী, ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ৩ঃ০০ টায় উপজেলার স্থানীয় এক মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ নুরুল করিমের সঞ্চালনায়  উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি জেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা শুরা সদস্য খ ম মতিউর রহমান, এসিঃ সেক্রেটারি তাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যান বিভাগের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওছমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলীম বলেন, সঠিক পরিকল্পনাই কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে। পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিড় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


সভাপতির বক্তব্যে উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন বলেন, আমরা নিজেদের সকল মেধা ও শ্রমের বিনিময়ে লংগদু উপজেলার প্রত্যকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের দাওয়াত পৌছে দিতে একযোগে কাজ করবো। ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১১.২০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১১.২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ