ঢাকা
খ্রিস্টাব্দ

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১১.৩৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১১.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1135234 জন

  • নিউজটি দেখেছেনঃ 1135234 জন
অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন  প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা
আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্টগ্রামে সম্মেলন কক্ষে সুশাসন প্রতিষ্ঠা নিমিত্তে অংশীজনের অংশগ্রহনের সভায় সভাপতিত্ব করেন উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান। ছবি : সংবাদদাতা প্রেরিত।

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার চট্টগ্রাম পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 


সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান এবং সঞ্চালনায় ছিলেন তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এছাড়াও নয়া দিগন্তের ব্যুরো প্রধান নূরল মোস্তাফা কাজী, দৈনিক কর্ণফুলীর নির্বাহী সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বিটিভি নিউজ প্রোডিউসার মোঃ আমজাদ হোসেন, দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোগ্রাফার মিয়া আলতাফ, চট্টগ্রাম প্রতিদিনের সহ-সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী, সংবাদ সংস্থা এনএনবি চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রনজিত কুমার শীল বক্তব্য রাখেন। 


উপপ্রধান তথ্য অফিসার সুশাসন ও জিআরএস সফটওয়্যার এবং অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি চট্টগ্রাম পিআইডি’র প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন। 


পিআইডির কার্যক্রমকে আরো বেশি গ্রহণযোগ্য করতে ফটো কভারেজের পাশাপাশি ভিডিও ক্লিপ সংগ্রহের কাজ শুরু করা সময়ের দাবি বলে বক্তারা দাবি করেন। এতে করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সংবাদ আরো দ্রুত সময়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১১.৩৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১১.৩৪ অপরাহ্ন