ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে আমের মুকুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | আত্রাই সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নওগাঁ
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০.১২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1128531 জন

  • নিউজটি দেখেছেনঃ 1128531 জন
আত্রাইয়ে আমের মুকুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

দেশের উত্তর জনপদের সিমান্ত লাগোয়া শষ্যভান্ডার খ্যাত আম ও সন্দেশের জন্য বিখ্যাত  জনপদ নওগাঁ জেলার আত্রাই উপজেলায়  আম গাছে ফোটা আম মুকুল জানান দিচ্ছে ফাল্গুনের আগমনী বার্তা।

প্রকৃতিতে এখন  শীতের আমেজ শীত যেতে না যেতেই আমের মুকুল জানান দিচ্ছে ঋতু রাজ বসন্তের বার্তা। 


রাস্তার পাশে সারি সারি আম গাছে এখন সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষীদের সোনালী স্বপ্ন, রাস্তার পাশে  ফোটা আমের মুকুলের সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নজর কেড়েছে। 


মাঘের শেষ হতে বাকি এখনো প্রায় দু'সপ্তাহের বেশী সময়, এর মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে প্রকৃতির নানা রং নিয়ে শীতের রিক্ততা রুক্ষতা ভুলিয়ে ফাগুনের আগুনে প্রকৃতি প্রেমীদের কাছে আগমনী জানান দিচ্ছে । 


সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার রফিকুল ইসলামের সহ বেশ কয়েকটি   আম বাগানে এবার গাছে গাছে উঁকি দিতে শুরু করেছে আমের মুকুল।  এছাড়া কিছু কিছু বাসা বাড়ির গাছেও দেখা গেছে আমের মুকুল। 


প্রকৃতি প্রেমী মনজুরুল ইসলাম বলেন, আম আমাদের দেশে শুধু মৌসুমী অর্থকারী ফসল নয় বর্তমানে এটি শিল্প জাত পন্য হিসেবে  জায়গা করে নিয়েছে। কমপক্ষে ১৫-২০দিন গেলে হয়তো সব আম গাছে মুকুল আসতে শুরু করবে, তখন আমের মুকুলের গন্ধে সুরভীত হয়ে উঠবে প্রকৃতি।  


উপজেলার আরেক আম চাষী খাজা বলেন আমের মুকুল আসতে শুরু করেছে। পুরোদমে মুকুল আসতে আরো সপ্তাহ দুয়েক সময় লাগবে। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | আত্রাই সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নওগাঁ
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০.১২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ