ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1102375 জন

  • নিউজটি দেখেছেনঃ 1102375 জন
শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামের আব্দুল মান্নান হাজীর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।


আহতরা হলেন পশ্চিম চর কামারকান্দি গ্রামের হেমায়েত মাতুব্বর(৬৫),ছায়েদ মাতুব্বর(৪২), দিদার মুন্সি (৪০),পাখি বেগম (৬৫)।


এলাকাবাসী জানায়, শনিবার সকালে শিবচর উপজেলা নিলখী ইউনিয়নের চর কামারকান্দি আব্দুল মান্নান হাজীর কান্দি গ্রামের হেমায়েত মাতুব্বর ও খালেক মাতুব্বর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এমতাবস্থায়  সকাল দশটার দিকে সালিশ বৈঠক শুরু হলে সালিশ বৈঠক চলাকালীন সময়ে প্রতিপক্ষ আব্দুল খালেক মাতুব্বর(৬৫), মিন্টু মাতুব্বর, মাসুদ মাতুব্বর, শিরু মাতুব্বর, হাসান মাতুব্বর, হোসেন, সাত্তার মাতুব্বরসহ ১৫ থেকে ২০ জন মিলে দেশীয় ধারালো  অস্ত্র দিয়ে হেমায়েত মাতুব্বর(৬৫), ছায়েদ মাতুব্বর(৪০),  দিদার মুন্সি(৪০),পাখি বেগম(৬০)এর উপর হামলার চালায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে পাখি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন একজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শিবচর থানার ওসি মোঃ রতন শেখ জানান, এই ঘটনা খুবই দুঃখজনক, থানায় অভিযোগ নেয়া হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন