ঢাকা
খ্রিস্টাব্দ

রাতের আঁধারে ঘুরে ঘুরে ইউএনও’র কম্বল বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1101910 জন

  • নিউজটি দেখেছেনঃ 1101910 জন
রাতের আঁধারে ঘুরে ঘুরে ইউএনও’র কম্বল বিতরণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন।


গত শনিবার (২৫ জানুয়ারি) রাত ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত ভূঞাপুর ছাব্বিশা এলাকা, গোবিন্দাসী টি মোড় ও ফেরিঘাট এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগেও শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম, অফিস সহকারী খন্দকার সবুজ প্রমুখ।


পিঠা বিক্রেতা বলেন, শীত যায় শীত আসে। আশপাশের অনেকেই সরকারি সাহায্য সহযোগিতা পেলেও আমরা কোন সাহায্য সহযোগিতা পাইনা। শনিবার রাতে হঠাৎ ইউএনও স্যার নিজে এসে শীত নিবারণের জন্য কম্বল দিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, গত কয়েকদিন ধরে এ উপজেলায় শীত জেকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ খুবই অসহায়। এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবারই দাঁড়ানো উচিত। এজন্য শনিবার রাতে উপজেলার ১০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন