ঢাকা
খ্রিস্টাব্দ

পদত্যাগে বাধ্য শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত করার আহ্বান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1110680 জন

  • নিউজটি দেখেছেনঃ 1110680 জন
পদত্যাগে বাধ্য শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত করার আহ্বান

গণ-অভ্যুত্থানের পর দেশের বেসরকারি স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানিয়েছে পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট।


গতকাল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক স্মারকলিপি প্রদানের আগে ডিসি অফিস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে বাধাগ্রস্ত, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা। এ সময় উত্থাপিত ৫ দফায় বলা হয়, পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এমপিও থেকে নাম কর্তন না করে বেতন-ভাতাদি চালু রাখতে গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয় জারীকৃত এসংক্রান্ত প্রজ্ঞাপন অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি বাতিল ঘোষণা করতে হবে। তাদের স্বপদে বহাল করে কর্মস্থলের নিরাপত্তা বিধান করতে হবে।


অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বার্থলোভী ও শৃঙ্খলাভঙ্গকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের সমমানের এমপিওভুক্ত স্কুলে শূন্যপদে বদলির ব্যবস্থা করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্প বেতনে নিয়োজিত শিক্ষকরা অনৈতিক, অন্যায় ও বর্বরতার শিকার হয়েছি। শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে এ পর্যন্ত চারজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন।


কেউ চাকরি হারিয়ে, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কেউবা ঘর-বাড়ি ছেড়ে দূর-দূরান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এই হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে আমরা রক্ষা পেতে চাই, নিরাপদে বাঁচতে চাই।’ তিনি বলেন, ‘গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আমাদের বুকে আশার সঞ্চার করেছে।


আমরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এ প্রজ্ঞাপনের দ্রুত বাস্তবায়ন চাই।’ উল্লেখ্য, শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নানাভাবে পদত্যাগে বাধ্য করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এক পর্যায়ে তা থামলেও প্রায় ৩ হাজার শিক্ষক লাঞ্ছনার শিকার হন। তারা পদবঞ্চিত হয়ে, বেতন-ভাতাদি না পেয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। গত ১৪ জানুয়ারি এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালু থাকবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে, তাকে চাকরিতে ফেরানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন