ঢাকা
খ্রিস্টাব্দ

টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এক ঘন্টা সড়ক অবরোধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1094753 জন

  • নিউজটি দেখেছেনঃ 1094753 জন
টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এক ঘন্টা সড়ক অবরোধ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত ব্রীজ এলাকায় প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখে প্রায়ই এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ঈগল পরিবহনে বাস মালিকদের টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সড়ক অবরোধ করে বাসের চালক ও সহকারীরা এমনটি পুলিশ জানিয়েছে।


পুলিশ জানায়, ঈগল পরিবহনের বাস মালিকদের দুইটি গ্রুপ আছে। বাসের ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ায় ওই বাসগুলোর চালক ও সহকারীরা রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধ করে দেন। প্রায়ই এক ঘন্টা রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।


বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনার পরপরই আমাদের দুই গাড়ি পুলিশ সেখানে গিয়েছে। ঈগল পরিবহন বাস মালিকদের সঙ্গে এ বিষয়ে কথা চলছে। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী  কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এস আই) মো. মনজুর বলেন, ঈগল বাস কাউন্টারে দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল হয়েছে। নতুন কমিটি ও আগের কমিটি নিয়ে দ্বন্দ চলছে বলে শুনেছি। পুলিশ তাদের সঙ্গে কথা বলে বাসগুলো একপাশে সরিয়ে দিয়েছে। পরে সব স্বাভাবিক হয়ে গেছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ