মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীরা ১৫টি পদের মধ্যে ১৪টি পদে জয়ী হয়েছেন। এদের মধ্যে সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত এমদাদুল হক খান নির্বাচিত হলেও, বাকি সব পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। এইদিন রাতেই নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে এমদাদুল হক খান ৭৭ ভোটের ব্যবধানে জেলা বিএনপির প্রার্থী জাফর আলী মিয়াকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে কৃষক লীগের নেতা মাহাবুব হোসেন (শাকিল) ১৫৬ ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রেজাউল করিমকে হারান।
সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন ও জালালুর রহমান ১৩০ ভোট পেয়ে জয়ী হন। তবে, ভোট সমান হওয়ায় পুনর্গণনা বা লটারি মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। সহসভাপতি পদে মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক, সম্পাদক (লাইব্রেরি) পদে মুনীর হাসান, এবং সম্পাদক (মহরার) পদে এ কে এম আজিজুল হক মুকুল নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে নির্বাচনের ভোট গ্রহণ ৩টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ৩০০ জন ভোটার ছিলেন, যার মধ্যে ২৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিবেশ ছিল উৎসবমুখর এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।
এবারের নির্বাচনে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী জয়ী হতে পারেনি, এবং সব বড় পদের বিজয়ী প্রার্থীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, মাদারীপুর আইনজীবী সমিতি নির্বাচনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো ধরনের বিশৃংখলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।