ঢাকা
খ্রিস্টাব্দ

দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1767411 জন

  • নিউজটি দেখেছেনঃ 1767411 জন
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই
ছবি : সংগৃহীত

গাজীপুরে কর্মকর্তা ও আনসার সদস্যদের গুলি ও কুপিয়ে সোনালী ব্যাংকের একটি উপ-শাখার সাত লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 


গুরুতর আহত অবস্থায় দুই ব্যাংক কর্মকতা ও দুই আনসারকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন শিমু (২৭), আনসার আল আমিন (৩০) এবং রাজু মিয়া (৪০)।



সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান জানান, উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা একটি ব্যাগে ভরে ওই চারজন একটি অটোরিকশায় করে কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে রথখোলা এলাকায় পৌঁছলে ৩-৪টি মোটরসাইকেলে কয়েক জন যুবক কমান্ডো স্টাইলে এসে অটোরিকশার গতিরোধ করে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাংক কর্মকতার্ আনসাররা বাঁধা দিলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।


আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন