ঢাকা
খ্রিস্টাব্দ

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা: টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এল বিভিন্ন দৃষ্টিভঙ্গি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1753957 জন

  • নিউজটি দেখেছেনঃ 1753957 জন
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা: টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এল বিভিন্ন দৃষ্টিভঙ্গি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : লাল সবুজ বাংলাদেশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কোটা সংস্কার আন্দোলনের সময়, যখন রাজনৈতিক পরিস্থিতি সংকটময় ছিল, তার ছেলে সজীব ওয়াজেদ জয় হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তা পাঠান। জয় জানান, কোটা পুনর্বহালের কারণে সৃষ্ট অস্থিরতা দেশবাসীর ক্ষোভকে উসকে দিয়েছে। জুলাই মাসে আন্দোলনকারীদের ওপর সহিংসতার ফলে ১ হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।


জয় জানান, হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে হতাশ, কারণ গত ১৫ বছরে তার পরিশ্রম মূল্যহীন হয়ে পড়ছে। উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন সম্ভব। তবে অন্যান্য পর্যবেক্ষকরা এই বিষয়ে সতর্ক। বিশেষজ্ঞরা বলেন, সরকারের বিরুদ্ধে জনগণের অসন্তোষ বাড়ছে এবং রাজনৈতিক অচলাবস্থা চলতে থাকলে হাসিনার ফিরে আসার সুযোগ বাড়তে পারে।


অন্যদিকে, বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। জয় দমন-পীড়নের কিছু ভুল স্বীকার করলেও, দাবি করেন যে অধিকাংশ হত্যাকাণ্ড জঙ্গিদের হাতে ঘটেছে।


আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিশোধের এই চক্র থেকে বাংলাদেশকে মুক্ত করার চেষ্টা চলছে। যদিও অনেকেই মনে করেন, একসময় শক্তিশালী একটি দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ