ঢাকা
খ্রিস্টাব্দ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আজ থেকে শুরু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এলএসবিডি অনলাইন ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1742899 জন

  • নিউজটি দেখেছেনঃ 1742899 জন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আজ থেকে শুরু
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ থেকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন দফার সংলাপ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই সংলাপের প্রথম দিনটি দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে।


গত ২ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার রাষ্ট্রযন্ত্রের সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা করবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক নেতাদের মতামত জানাবে।


তিনি বলেন, “সংলাপ চলমান থাকবে এবং সব শীর্ষ রাজনৈতিক দল এতে অংশ নেবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এলএসবিডি অনলাইন ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন