ঢাকা
খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে ভাঙচুর: প্রশাসনের জরুরি বৈঠক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ॥

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1753508 জন

  • নিউজটি দেখেছেনঃ 1753508 জন
কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে ভাঙচুর: প্রশাসনের জরুরি বৈঠক
কিশোরগঞ্জে শ্রী শ্রী জিউর আখড়া প্রাঙ্গণে গোপীনাথ সংঘের পূজামণ্ডপে হামলা চালিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করে।

কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত একটি পূজামণ্ডপে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলা শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী জিউর আখড়ায় গোপীনাথ সংঘের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দুর্গা, কার্তিক ও গণেশসহ সব প্রতিমা ভেঙে ফেলেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পূজার প্রস্তুতি চলাকালীন গোপনভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা মণ্ডপে প্রবেশ করে। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


ঘটনার পর জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং সেনাবাহিনীর প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে, জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বৈঠকে প্রতিমা ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় এ বছর মোট ৩৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে সমগ্র সমাজের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ॥

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন