ঢাকা
খ্রিস্টাব্দ

ফিরছে জোভান-তিশা জুটি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1917442 জন

  • নিউজটি দেখেছেনঃ 1917442 জন
ফিরছে জোভান-তিশা জুটি
ছবি : সংগৃহীত

জুটি হিসেবে বেশ জনপ্রিয় ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। যদিও মাঝে হঠাৎ করেই অজানা কারণে দুইজনের যৌথ পথচলায় ছেদ পড়ে। টানা দুই বছর দেখা যায়নি নতুন কোনও নাটকে।


অবশেষে সেই বিরতি ভেঙে ফের এক ফ্রেমে দাঁড়ালেন জোভান-তিশা জুটি। আর এই কাজটি করেছেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন। যোবায়েদ আহসানের রচনায় সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটির নাম ‘কাপল অব দ্য ক্যাম্পাস’।


সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকে জোভান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর তিশার চরিত্রের নাম রিদা। দুইজনই একই বিশ্ববিদ্যালয়ে পড়েন। একজন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আর অন্যজন সাংস্কৃতিক ক্লাবের।


নির্মাতা বলেন, ‘তার মানে এই নয়, দুইটি দলের প্রধান বলে তাদের মধ্যে মধুর বা প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছে। গল্পে মূলত তাদের দেখা যাবে বিরোধী অবস্থানে। এমনকি দুর্ঘটনাও ঘটে তাদের এই বিরোধের জেরে। গল্পটা প্রেমের বটে, তবে এটি দেখলে মূলত ক্যাম্পাস জীবনে ফিরে যাবেন দর্শকরা।’  


প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ