ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1742972 জন

  • নিউজটি দেখেছেনঃ 1742972 জন
যুক্তরাষ্ট্র: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে
ছবি : সংগৃহীত। অনলাইন ডেস্ক । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত থাকুক এবং লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনা হোক।


বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিলার বলেন, যুক্তরাষ্ট্র সব দেশের মতো বাংলাদেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।


এছাড়া, চলমান দলগত সহিংসতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যদিও মিলার উল্লেখ করেন যে, তিনি নির্দিষ্ট ঘটনার বিষয়ে অবগত নন, তবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।


তিনি বলেন, মানবাধিকার সুরক্ষার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার এবং এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন