ঢাকা
খ্রিস্টাব্দ

শেয়ারবাজারে এক সপ্তাহে ১৩ হাজার কোটি টাকার ক্ষতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1744280 জন

  • নিউজটি দেখেছেনঃ 1744280 জন
শেয়ারবাজারে এক সপ্তাহে ১৩ হাজার কোটি টাকার ক্ষতি
ছবি : সংগৃহীত

বাংলাদেশের শেয়ারবাজার গত সপ্তাহে ধারাবাহিক দরপতনের শিকার হয়েছে। এই সপ্তাহে লেনদেনের পাঁচ দিনের মধ্যে চারদিনই শেয়ারদর কমেছে, ফলে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে পুঁজি হারিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহের মধ্যে ১৩ হাজার কোটি টাকার বেশি কমে গেছে, এবং প্রধান মূল্যসূচক ২০০ পয়েন্ট পতিত হয়েছে।


গত সপ্তাহে বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫৭টির শেয়ারের দাম বেড়েছে, কিন্তু দাম কমেছে ৩৩১টির। এর ফলে ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি টাকার তুলনায় কম।


অতীতের সপ্তাহগুলোর তুলনায় গত আট সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক মোট ৪৬০ পয়েন্ট কমেছে। বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং আস্থার অভাব স্পষ্ট। ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, নাহলে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ