ঢাকা
খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে সংস্কারের গুরুত্ব তুলে ধরলেন সমাজকল্যাণ উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1746724 জন

  • নিউজটি দেখেছেনঃ 1746724 জন
নির্বাচন নিয়ে সংস্কারের গুরুত্ব তুলে ধরলেন সমাজকল্যাণ উপদেষ্টা
ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়।" তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে পরিকল্পনা এবং আলোচনা চলছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি।


উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নির্বাচনের রোড ম্যাপ এখনো আমাদের ক্যাবিনেটে আলোচনা হয়নি।" নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়েও তার বক্তব্য ছিল, "এখনও অনেক কিছু তৈরি হয়নি।"


তিনি আরও বলেন, "সংস্কার ছাড়া নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয়।" তবে, এর সময়সীমা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি।


এছাড়া, নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রশ্নের জবাবে তিনি জানান, "এটি আমাদের অন্যতম লক্ষ্য, কিন্তু প্রেক্ষাপট তৈরি করা প্রয়োজন।"


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ