ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই ।।
নিউজটি দেখেছেনঃ 1744173 জন
  • নিউজটি দেখেছেনঃ 1744173 জন
মিরসরাইয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
জোরারগঞ্জ থানা থেকে সংগ্রহকৃত ছবি।


মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার একাধিক ডাকাতি মামলার আসামি মোঃ শরীফুল ইসলাম সম্রাট (২৪) কে আটক করেছে পুলিশ। স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালীন বুধবার  (০৯ অক্টোবর ২০২৪) থানা অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার’র নেতৃত্বে একটি চৌকস টিম তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।


গ্রেফতারের আগে, সম্রাট এলাকাবাসীর জন্য একটি আতঙ্কের নাম ছিল। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি এবং ছিনতাই মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। 


অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর পদক্ষেপের একটি উদাহরণ, যা ভবিষ্যতে অপরাধী কার্যক্রম রোধে সহায়ক হবে। জোরারগঞ্জ থানার মামলা নং-১৯(৬)২৪ সহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত সম্রাটকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ