ঢাকা
খ্রিস্টাব্দ

গ্রাহকের ৭৩ লাখ টাকা ছিনতাই: ৬ জন গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1737239 জন
  • নিউজটি দেখেছেনঃ 1737239 জন
গ্রাহকের ৭৩ লাখ টাকা ছিনতাই: ৬ জন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি ডেভেলপার কোম্পানির অফিসে গ্রাহকের ৭২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় কোম্পানির মালিকও জড়িত। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মহসিন মুন্সি, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউল করিম, তৈয়ব, মো. হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ। তাদের কাছ থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকা, একটি পিস্তল সদৃশ গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক উদ্ধার করা হয়েছে।


প্রসঙ্গত, ধানমন্ডির বাসিন্দা মো. হারুনুর রশিদ ভূঞা একটি ডেভেলপার কোম্পানির কাছ থেকে কয়েকটি ফ্ল্যাট কিনতে ৩ কোটি ৭৫ লাখ টাকার জন্য বায়না দলিল করেন। পরে তিনি কোম্পানির জন্য ১ কোটি ২৩ লাখ টাকা পরিশোধ করেন। গত ৮ অক্টোবর, কোম্পানি নগদ টাকা আনার জন্য হারুনুর রশিদকে চাপ দেয়। তিনি ৭২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে অফিসে গেলে ২০-২৫ জন অস্ত্রধারী তাকে মারধর করে টাকা ছিনতাই করে এবং পরিবারের সদস্যদেরও হামলার শিকার হতে হয়।


পুলিশ জানিয়েছেন, ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলেছে, যা অন্য আসামিদের গ্রেপ্তারে সহায়তা করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :