ঢাকা
খ্রিস্টাব্দ

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে নিহত ১, ৬০ জেলে অপহৃত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1742757 জন
  • নিউজটি দেখেছেনঃ 1742757 জন
মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে নিহত ১, ৬০ জেলে অপহৃত
সংগৃহীত ছবি।

সেন্ট মার্টিনের কাছে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলারে মিয়ানমারের নৌবাহিনী গুলি চালিয়েছে। এতে এক জেলে নিহত ও তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬০ মাঝি-মাল্লাসহ চারটি ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে।


গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন একটি ট্রলারে এই ঘটনা ঘটে। নিহত জেলের নাম মো. ওসমান, তিনি শাহপরীর দ্বীপের বাচ্চু মিয়ার ছেলে। আহত তিন জেলের নাম-ঠিকানা জানা যায়নি।


ট্রলার মালিকরা জানান, সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে মৌলভীর শিলের মোহনায় এই হামলা হয়। হামলার সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালায় এবং পরে চারটি ট্রলারসহ ৬০ জন মাঝি-মাল্লাকে অপহরণ করে।


নিহত ও আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে, কিন্তু এখনও ঘাটে পৌঁছেনি। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, কোস্ট গার্ডের সঙ্গে আলোচনা করা হচ্ছে।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি নানাভাবে তথ্য সংগ্রহ করছেন। কোস্ট গার্ডের কর্মকর্তারাও ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ