ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1738711 জন
  • নিউজটি দেখেছেনঃ 1738711 জন
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ
ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা যাবে।


বয়সসীমা: নীতিমালা অনুযায়ী, ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বয়সসীমা হবে সর্বনিম্ন ৫ বছর (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২০ এর পূর্বে) এবং সর্বোচ্চ ৭ বছর (৩১ ডিসেম্বর ২০১৭ এর পূর্বে)। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।


ভর্তি কমিটি: ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মহানগর ও জেলা পর্যায়ে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি কার্যক্রম ডিজিটাল লটারি মাধ্যমে সম্পন্ন হবে।


ভর্তির পদ্ধতি: শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তি পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট স্কুলের ক্ষেত্রে দুটি বিদ্যালয় পছন্দ করলে তা আলাদা হিসেবে গণ্য হবে।


এই নীতিমালার মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক ব্যবস্থা গড়ে তোলা হবে।





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :