ঢাকা
খ্রিস্টাব্দ

ছয় সংস্কার কমিশনের প্রধানদের জন্য বিচারপতির মর্যাদা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1734961 জন
  • নিউজটি দেখেছেনঃ 1734961 জন
ছয় সংস্কার কমিশনের প্রধানদের জন্য বিচারপতির মর্যাদা
ছবি : সংগৃহীত

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সমমর্যাদা, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (৯ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।


এতে উল্লেখ করা হয়েছে, ৩ অক্টোবর গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ৬ অক্টোবর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা এই মর্যাদা ও সুবিধাগুলি উপভোগ করবেন।


কমিশনের সদস্যরা যারা সরকারি কর্মচারী নন, তারা প্রতিটি সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানি পাবেন। সরকারি কর্মচারীরা পাবেন ৫ হাজার টাকা সম্মানি। তবে, কমিশনের প্রধান বা সদস্যরা যদি অবৈতনিকভাবে দায়িত্ব পালন করতে চান বা সুযোগ-সুবিধা গ্রহণ না করতে চান, তাহলে তা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :