ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপির শামসুজ্জামান দুদুর মন্তব্য: নির্বাচন বিলম্বিত হলে সংকট বৃদ্ধি পাবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮অনলাইন ডেস্ক ।
নিউজটি দেখেছেনঃ 1742852 জন
  • নিউজটি দেখেছেনঃ 1742852 জন
বিএনপির শামসুজ্জামান দুদুর মন্তব্য: নির্বাচন বিলম্বিত হলে সংকট বৃদ্ধি পাবে
সংগৃহীত ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশন গঠনের দাবি-
সভায় তিনি অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান-
দুদু বলেন, দেশের জনগণ ১৫ থেকে ২০ বছর ধরে ভোট দিতে পারেনি। তিনি উল্লেখ করেন, যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।

দ্রব্যমূল্যের অস্থিরতা-
দেশে দ্রব্যমূল্যের অতি উত্থান নিয়ে তিনি বলেন, বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে, যা জনগণের জন্য অস্বস্তিকর। নতুন সরকারের প্রত্যাশা অনুযায়ী এই অবস্থা পরিবর্তনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তারেক রহমানের ভূমিকায় সন্তোষ-
দুদু জানান, বিএনপির আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি বিএনপিকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন, যা দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং নাগরিক অধিকার আন্দোলনের সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮অনলাইন ডেস্ক ।

আপডেট :