ঢাকা
খ্রিস্টাব্দ

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে : নাহিদ ইসলাম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট , ঢাকা :
নিউজটি দেখেছেনঃ 1734722 জন
  • নিউজটি দেখেছেনঃ 1734722 জন
গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে : নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত এবং গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার করা হবে। রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের জন্য অনুদানের চেক হস্তান্তরের সময় তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।


নাহিদ ইসলাম জানান, শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আহতদের বিদেশে চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, যে সাংবাদিকরা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার হবে। অন্যায়ভাবে দায়ের করা মামলাগুলো খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যদি কোনো সাংবাদিক বা তাদের পরিবার মামলা নিয়ে সমস্যায় পড়ে, তারা যোগাযোগ করলে সহযোগিতা করা হবে।


আহত ও নিহতদের নিয়ে একটি লিগ্যাল টিম কাজ করছে এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, শহীদ ও আহতদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, যারা চিকিৎসা নিয়েছেন, তাদের খরচও প্রদান করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট , ঢাকা :

আপডেট :
সর্বশেষ সংবাদ