ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি অনুষ্ঠিত নিরাপত্তা সংক্রান্ত কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের মাটিতে তৈরি হবে দুটি পারমাণবিক ডুবোজাহাজ। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
উপকূলের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা-
নতুন সাবমেরিনগুলির মাধ্যমে ভারত মহাসাগরের সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত হবে। সরকারের লক্ষ্য, উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়ানো এবং আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষা বৃদ্ধি করা।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ-
শিল্প প্রতিষ্ঠান লারসেন এবং টুব্রোর মতো বড় সংস্থাগুলিকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগটি দীর্ঘদিনের আলোচনার ফলস্বরূপ এবং ইতিমধ্যেই বিশাখাপত্তনামের শিপ বিল্ডিং সেন্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ড্রোন ক্রয়ে মার্কিন সহায়তা-
এছাড়াও, ভারত সরকার আমেরিকার কাছ থেকে ৩১টি ফিডেটর ড্রোন কেনার জন্য সবুজ সংকেত পেয়েছে, যার মধ্যে ১৫টি নৌবাহিনীর কাছে যাবে।
নতুন সাবমেরিনগুলির আক্রমণাত্মক ক্ষমতা ভারতীয় নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমৃদ্ধ করবে এবং নিরাপত্তা পরিস্থিতিকে শক্তিশালী করবে।
বার্তাসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীর হাতে পারমাণবিক শক্তিচালিত দুটি ডুবোজাহাজ তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই সাবমেরিনগুলি আক্রমণকারী হবে। এর ফলে ভারত মহাসাগর অঞ্চলে দেশের শক্তি বৃদ্ধি পাবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা।