ঢাকা
খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ২০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1741082 জন
  • নিউজটি দেখেছেনঃ 1741082 জন
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ২০
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি বাসে গ্যাস নিতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে রয়েছেন সুমন হোসেন, মো. ইউসুফ মিয়া এবং হৃদয় হোসেন, যারা সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। ঘটনার সময় তারা বাসের কাছে ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গিয়েছিল। হঠাৎ গ্যাস দেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়, যা অটোরিকশাচালকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।


আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর, যাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার জানিয়েছেন, বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল, যার ফলে বিস্ফোরণ ঘটে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :