বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য রাজনৈতিক ভিত্তিতে ইস্যুকৃত পাসগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রায় ৪৫০ জনের পাস বাতিল হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাতিল হওয়া পাসধারীদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী নেতাকর্মী। তালিকায় ছাত্রলীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারাও রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঠিকাদারির কাজের জন্যও এসব পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতেন।
সূত্র জানায়, চলতি সপ্তাহেই এসব পাস বাতিল করা হবে এবং কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়াও শুরু হচ্ছে। গত ৫ আগস্টের পর সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যুগ্ম সচিব ও তার উর্ধ্বতন কর্মকর্তাদের পাস ইস্যু করার ক্ষমতা শিথিল করা হয়েছে।