বাংলাদেশের সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ে নতুন রদবদল ঘটেছে, যেখানে দুই মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন ডিজিএফআই মহাপরিচালক নিয়োগ: এদিকে, ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। আইএসপিআর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদ পরিবর্তনের পটভূমি: আওয়ামী লীগ সরকারের সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে সম্প্রতি আর্টডক কমান্ডে পাঠানো হয়। তাঁর স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, যিনি পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠিত হন। এর ফলে, দুটি গুরুত্বপূর্ণ পদই খালি ছিল।
নতুন কর্মকর্তাদের পদায়ন: নতুন কিউএমজি ফয়জুর রহমান গত ১২ই আগস্ট ডিজিএফআইয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ছিলেন। অপরদিকে, আর্টডকের নতুন জিওসি মাইনুর রহমান ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।
এই নতুন নেতৃত্বের মাধ্যমে সেনাবাহিনীর কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের সূচনা হতে পারে।