ঢাকা
খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির আহ্বান: রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1733039 জন
  • নিউজটি দেখেছেনঃ 1733039 জন
রাষ্ট্রপতির আহ্বান: রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবস্থান দেশের অর্থনীতি ও পরিবেশের জন্য একটি গুরুতর সমস্যা সৃষ্টি করছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে নবনিযুক্ত বেলারুশ, এস্তোনিয়া ও উগান্ডার অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রপতি উল্লেখ করেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা জরুরি। তিনি সকল দেশের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি, বিনিয়োগের জন্য বাংলাদেশের অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন।


রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :