ঢাকা
খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1721163 জন
  • নিউজটি দেখেছেনঃ 1721163 জন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে ট্রাইব্যুনালের বেঞ্চ এ আদেশ দেয়। ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এদিন সকাল ১১টার দিকে ছাত্র আন্দোলন চলাকালীন জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিষয়ে মামলা কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, বুধবার বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে, এরপর বৃহস্পতিবার থেকে বিচার কার্যক্রম শুরু হবে।


গত ১৪ অক্টোবর নতুন ট্রাইব্যুনাল গঠন করা হয়, যার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। এ ছাড়া, ট্রাইব্যুনালে আরও দুই সদস্য হিসেবে আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, এবং তার সাথে কাজ করবেন পাঁচজন প্রসিকিউটর।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ