ঢাকা
খ্রিস্টাব্দ

হজ প্যাকেজ ৪ লাখ টাকা নির্ধারণের আহ্বান

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের দাবি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1732713 জন
  • নিউজটি দেখেছেনঃ 1732713 জন
হজ প্যাকেজ ৪ লাখ টাকা নির্ধারণের আহ্বান
ছবি : সংগৃহীত

হজ প্যাকেজের খরচ ৪ লাখ টাকা করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম কবির গত বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে এই দাবি তুলে ধরেন।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের হজযাত্রীদের খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ায় একজন মুসলমানের জন্য হজের খরচ ৩ লাখ ৪৭ হাজার টাকা, যা সরকারি ভর্তুকির মাধ্যমে কিছুটা কমানো হয়। পাকিস্তানে গত বছরের তুলনায় হজের খরচ বাড়িয়ে ১১ লাখ ৭০ হাজার রুপি নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৪৭ হাজার।


স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, হজ মৌসুমে বিমান ভাড়ার ক্ষেত্রে অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করতে হবে এবং ভ্যাট-ট্যাক্স সহ অন্যান্য খরচ কমিয়ে ৪ লাখ টাকায় হজের প্যাকেজ পুনঃনির্ধারণ করতে হবে।


শহিদুল ইসলাম কবির বলেন, "সরকারি দৃষ্টিভঙ্গি থেকে হজের খরচ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ মুসলমানরা সহজেই হজ পালন করতে পারেন।"


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ