ঢাকা
খ্রিস্টাব্দ

এইচএসসি ফল প্রকাশ: পাসের হার ৭৭.৭৮%

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1738046 জন
  • নিউজটি দেখেছেনঃ 1738046 জন
এইচএসসি ফল প্রকাশ: পাসের হার ৭৭.৭৮%
ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৭৭.৭৮%। আগের বছরের এই হার ছিল ৭৮.৬৪%।


মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।


এবার ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হয়নি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ফল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।


এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাগুলি শুরু হয়েছিল ৩০ জুন, তবে সিলেট বোর্ডে বন্যার কারণে পরীক্ষা ৯ জুলাই শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল। পরে ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কিছু পরীক্ষা বাতিল করা হয়, এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এইচএসসির ফল তৈরি করা হয়েছে।


ফল জানার উপায়:


শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে Result কর্নারে ক্লিক করে EIIN দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া SMS-এর মাধ্যমে ফল জানতে চাইলে HSC বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, রোল এবং বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ