ঢাকা
খ্রিস্টাব্দ

প্রশাসনে অসহযোগিতা হলে নতুন লোক নিয়োগের সিদ্ধান্ত : শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1734173 জন
  • নিউজটি দেখেছেনঃ 1734173 জন
প্রশাসনে অসহযোগিতা হলে নতুন লোক নিয়োগের সিদ্ধান্ত  : শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রশাসনে অসহযোগিতার অবস্থা চলতে থাকলে সিস্টেম ভেঙে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিতে হবে।


শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।


আসিফ মাহমুদ বলেন, "প্রশাসনে অসহযোগিতার কারণে সরকারের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। জনগণের স্বার্থে সরকার কোনো ছাড় দেবে না।"


সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, "বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতে হবে।"


উপদেষ্টা এ সময় কিছু দপ্তরের প্রতিনিধির উপস্থিতি না থাকায় হতাশা প্রকাশ করেন।


এর আগে, তিনি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়ামের বেহাল অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ