ঢাকা
খ্রিস্টাব্দ

বিসিবির অভিযোগকে সাজানো বললেন হাতুরাসিংহ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1720099 জন
  • নিউজটি দেখেছেনঃ 1720099 জন
বিসিবির অভিযোগকে সাজানো বললেন হাতুরাসিংহ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাতুরাসিংহেকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। এর আগে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, যার জবাব তিনি দেন।


হাতুরাসিংহে তার বক্তব্যে দাবি করেছেন, বিশ্বকাপের সময় খেলোয়াড় নাসুম আহমেদের ওপর হামলার অভিযোগ এবং অতিরিক্ত ছুটি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি উল্লেখ করেছেন, অভিযুক্ত ঘটনাটি ড্রেসিং রুমে ঘটে এবং সেখানে সার্বক্ষণিক নজরদারি থাকে। হাতুরাসিংহে বলেন, "৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা খেলার প্রতিটি মুহূর্ত ধারণ করে।"


ছুটি নেওয়ার বিষয়ে তিনি জানান, সবসময় সিইও ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের অনুমতি নিয়েছেন এবং কখনও বিসিবি তার ছুটি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেনি। হাতুরাসিংহে অভিযোগ করেছেন যে এসব ঘটনা পূর্বপরিকল্পিত। নতুন সভাপতির প্রথম দিনে তিনি প্রধান কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করেন, এবং এর মাত্র কয়েক ঘণ্টা পর হাতুরাসিংহে নোটিশ পান।


হাতুরাসিংহে তার সম্মান রক্ষা করার অঙ্গীকার করেছেন এবং সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন, তিনি আশা করেন শেষ পর্যন্ত সত্যের জয় হবে এবং তিনি ক্রিকেটে ইতিবাচক অবদান রাখতে পারবেন।





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ