ঢাকা
খ্রিস্টাব্দ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1714573 জন
  • নিউজটি দেখেছেনঃ 1714573 জন
বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি করেছে। আদালত ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করার ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফের সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে এসেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।


গতকাল রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অন্যান্য আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল জানান, আপিল বিভাগের রায়ের ফলে বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে পারবে।


উল্লেখ্য, ১৯৭২ সালে মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল, যা পরে বিভিন্ন সংশোধনের মাধ্যমে পরিবর্তিত হয়। সর্বশেষ ষোড়শ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যা আদালতের এই নতুন রায়ে পরিবর্তিত হলো।


আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এটি আইন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :