ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1724197 জন
  • নিউজটি দেখেছেনঃ 1724197 জন
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা
ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামীকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন।


ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র জানাচ্ছে, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথি পাঠানো হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বোর্ড।


রবিবার দুপুর থেকে শিক্ষার্থীরা এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল দাবিতে বিক্ষোভে অংশ নেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে রাতের বেলা তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দেন।


এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডে তালা দিয়ে ভাঙচুরের মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এবং তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, এবং বোর্ডের ভেতর অধ্যাপক তপন কুমার সরকারসহ কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।


শিক্ষার্থীরা দাবি করছেন, গত ১৫ অক্টোবর প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। সিলেট শিক্ষা বোর্ডে তিনটি বিষয় পরীক্ষিত হলেও, ঢাকায় সাতটি বিষয় পরীক্ষা হয়েছে এবং বাকি ৬টি বিষয়ের ম্যাপিং হয়েছে। তাদের দাবি, সব বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে নতুন ফলাফল প্রকাশ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :