ঢাকা
খ্রিস্টাব্দ

ইসরায়েলের অভিযানের প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণ বৈরুতে আতঙ্ক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1660769 জন
  • নিউজটি দেখেছেনঃ 1660769 জন
ইসরায়েলের অভিযানের প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণ বৈরুতে আতঙ্ক
সংগৃহীত ছবি- বাসস থেকে।


লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রোববার জানায়, ইসরায়েল নতুন করে দক্ষিণ বৈরুতে অভিযান চালাচ্ছে। মধ্যরাতের পর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরতলিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে।


এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এর আগে স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়িঘর খালি করতে আহ্বান জানায়। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই সোশ্যাল মিডিয়াতে জানান, হিজবুল্লাহর সুবিধা ও স্বার্থের নিকটবর্তী থাকার কারণে স্থানীয়দের সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) অদূর ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারে।


এ পরিস্থিতিতে দক্ষিণ বৈরুতের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ