ঢাকা
খ্রিস্টাব্দ

শাহরুখের জন্মদিনে বিরাট আয়োজনের প্রস্তুতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1647187 জন
  • নিউজটি দেখেছেনঃ 1647187 জন
শাহরুখের জন্মদিনে বিরাট আয়োজনের প্রস্তুতি
ছবি : সংগৃহীত

এখনো তাকে দেখে হালের তরুণদের মতোই লাগে। বয়স যেন বাড়ছেই না! পর্দায় চিরসবুজ সেই মুখ, গালে টোল পড়া হাসি। দুই হাত ছড়ানো ভালোবাসায় বুকে টেনে নেন গোটা দুনিয়া। গত তিন দশকের বেশি সময় ধরে বলিউডে একচ্ছত্র আধিপত্য তার। তিনি কিং অব রোমান্স শাহরুখ খান। জীবনের ৫৮ বসন্ত পার করে ৫৯ বছরে পা রাখতে চলছেন সকলের হৃদয়ের রাজা শাহরুখ খান।


২ নভেম্বর দিনটি বিশ্বজুড়ে শাহরুখ ভক্তদের কাছে বিশেষ একটি দিন। কারণ এদিন পৃথিবীতে এসেছেন বলিউড বাদশাহ। প্রতিবারের মতো এবারও তার বাড়ি মান্নাতের সামনে ভিড় জমাবে হাজার হাজার অনুরাগী। শুভেচ্ছা জানাবে কিং খানকে।


শাহরুখও তার চিরচেনা ভঙ্গিতে দুই হাত উজাড় করে দাঁড়াবেন মান্নাতের বারান্দায়। ভক্তদের জন্য এই বিশেষ দিনটিতে একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখেন তিনি। তবে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বড় পরিসরেই জন্মদিন করতে যাচ্ছেন শাহরুখ খান। আর সে উপলক্ষেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে। শোনা যাচ্ছে, শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি।


যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে। আরো জানা যাচ্ছে, শাহরুখের এই জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :
সর্বশেষ সংবাদ