ঢাকা
খ্রিস্টাব্দ

দেব-শুভশ্রীর বিচ্ছেদ, কী ছিল মূল কারণ!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 359909 জন

  • নিউজটি দেখেছেনঃ 359909 জন
দেব-শুভশ্রীর বিচ্ছেদ, কী ছিল মূল কারণ!

টালিউডের রুপালি পর্দার সবচেয়ে আলোচিত জুটির একটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি ‘চ্যালেঞ্জ’-এর মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু তাদের। রিল লাইফের প্রেম যেন ছড়িয়ে পড়ে রিয়েল লাইফেও। একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুঞ্জন ছড়ায় টালিপাড়ায়। পরিবার পর্যন্ত গড়ায় সম্পর্কের গভীরতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব স্বপ্ন যেন এক ঝড়ে ভেঙে পড়ে! মিলনের গল্প শেষে পর্দা নামে বিচ্ছেদের করুণ অধ্যায়ে।


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘চ্যালেঞ্জ’ ছবির পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমাতে কাজ করার সময়ই তাদের প্রেম গভীর হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী রুক্সিনি মৈত্র। সে সময় রুক্সিনি মডেলিংয়ে যুক্ত ছিলেন। কিন্তু দেব–রুক্সিনির ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, সম্পর্কের ইতি ঘটে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছিল দেব–শুভশ্রীর শেষ ছবি একসঙ্গে। যদিও প্রেম ভাঙার পর ২০১৫ সালে তারা আবার জুটি বাঁধেন ‘ধূমকেতু’ ছবিতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই ছবিটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন, অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছে।


কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেব-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি মাসের ১৪ তারিখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন