ঢাকা
খ্রিস্টাব্দ

রোহিঙ্গা শিবিরে আগুন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1630933 জন
  • নিউজটি দেখেছেনঃ 1630933 জন
রোহিঙ্গা শিবিরে আগুন
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে আগুন লেগে ছয়টি বসতবাড়িসহ পুড়েছে ১২টি দোকান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ২৬ সি ব্লকে এই ঘটনা ঘটে।


এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান বলেন, ক্যাম্পে চায়ের দোকান থেকে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।  এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 


নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬-এর সি ব্লকে আগুনের সূত্রপাত। পরে রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে।


ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম বলেন, ক্যাম্পে বি-ব্লকের বাসিন্দা জালালের দোকানে হঠাৎ আগুন লাগে। এতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এরপরও দোকান ও বসতঘর পুড়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :