ঢাকা
খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবু তাহের, বকশিগঞ্জ (জামালপুর) সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1621021 জন
  • নিউজটি দেখেছেনঃ 1621021 জন
বকশীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত


সমবায়ে গড়ছি দেশ” বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় র্কাযালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রা শেষে সরকারি মডেল মসজিদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল – হুসনা।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট তসলিম হোসেন খান সাংবাদিক জিএম বাবু, রাশেদুল ইসলাম রনি।


এসময় বক্তব্য রাখেন সমবায়ী আলমগীর হাসান, জুবলী আক্তার, কারিমুল ইসলাম প্রমুখ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবু তাহের, বকশিগঞ্জ (জামালপুর) সংবাদদাতা ।।

আপডেট :