ঢাকা
খ্রিস্টাব্দ

বেলুচিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ: ১৭ জন নিহত, আহত অর্ধ শতাধিক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।
নিউজটি দেখেছেনঃ 1558981 জন
  • নিউজটি দেখেছেনঃ 1558981 জন
বেলুচিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ: ১৭ জন নিহত, আহত অর্ধ শতাধিক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার রেলওয়ে স্টেশনে শনিবার সকাল ৮:৪৫ মিনিটে এক বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ডজন খানেক আহত হয়েছেন।


পুলিশ ও চিকিৎসা সংস্থার সূত্র অনুযায়ী, আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জাম জাহ আনসারি নিশ্চিত করেন যে, হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বিস্ফোরণটির তদন্ত চলছে। এই বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। 

তিনি গনমাধ্যমকে আরো জানান যে, কোয়েটা রেলওয়ে স্টেশনে বিস্ফোরণে আহত আরও ৪৬ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের কার্যকলাপের জন্য আলোচিত। চীনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নিরাপত্তা বাহিনী প্রায়ই এসব জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। সম্প্রতি বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি গোষ্ঠী এই অঞ্চলে ভয়াবহ হামলাগুলোর জন্য দায় স্বীকার করে আসছে।


বেলুচিস্তানের এই ঘটনার ফলে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে, এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।

আপডেট :