ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে বিপুল পরিমান বিদেশী মদসহ এক যুবক গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী জেলা প্রতিনিধি ।।
নিউজটি দেখেছেনঃ 1523661 জন
  • নিউজটি দেখেছেনঃ 1523661 জন
ফেনীতে বিপুল পরিমান বিদেশী মদসহ এক যুবক গ্রেফতার

ফেনীতে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিন কাশিমপুর থেকে ১১৫ বোতল বিদেশী মদসহ শাহেদুল ইসলাম (২৭) নামের এই যুবককে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর এলাকার এয়াকুবের ছেলে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐ এলাকায়  অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর সময় মোঃ শাহেদুল ইসলাম (২৭) নামের এই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতঘরের খাটের নিচে ১১৫ বোতল বিদেশী মদ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে তাকে দেখায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরা চালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মর্ম সিংহ ত্রিপুরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী জেলা প্রতিনিধি ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ