ঢাকা
খ্রিস্টাব্দ

রূপগঞ্জে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1476245 জন
  • নিউজটি দেখেছেনঃ 1476245 জন
রূপগঞ্জে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রেন্ডস নামক একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেই আগুন সুতা কারখানাতেও ছড়িয়ে পড়ে।



রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুতা কারখানার মালিক রিপন মিয়া জানান, তার কারখানার পাশে উজ্জল নামে এক ব্যক্তির তুলার গোডাউন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই উজ্জলের তুলার গোডাউনে আগুন লেগে যায়। ওই আগুন রিপনের সুতা কারখানাতেও ছড়িয়ে পড়ে। এসময় কারখানায় থাকা ৩ টন সুতা ও যন্ত্রপাতি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।



খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাচঁপুর ফায়ার সার্ভিসের একটি ও ইউনূস পেপার মিলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। আগুনে রিপন মিয়ার প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।



নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, ‘আগুন নিভেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে পরবর্তীতে জানা যাবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :