ঢাকা
খ্রিস্টাব্দ

বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার :
ঢাকা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১.১৮ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১.১৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1441840 জন

  • নিউজটি দেখেছেনঃ 1441840 জন
বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ
ছবি : সংগৃহীত

৩২ বছর বয়সের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ সমাবেশ করবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। রাজধানীর শাহাবগে বেলা ১১টায় শুরু হয় এই সমাবেশ।


এর আগে ১৭ নভেম্বর এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন এই চাকরি প্রার্থীরা।  


 

সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান।



সম্প্রতি এবিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি।

যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছি। তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।  

আরেক সংগঠক এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। তারপরও আমরা দমে যাইনি।



কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি ।  


 

তিনি বলেন, গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।


 

সম্মেলনে সঞ্জয় কুমার দাস বলেন, ১২টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার :
ঢাকা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১.১৮ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১.১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ