ঢাকা
খ্রিস্টাব্দ

জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ : | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি)
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1449780 জন

  • নিউজটি দেখেছেনঃ 1449780 জন
জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত
ছবি : লাল সবুজ বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু সদর ইউনিয়ন আয়োজিত এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার (২২ নভেম্বর, ২০২৪ ইং) । সংগঠনের  লংগদু সদর ইউনিয়নের আমীর মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুবকরের সঞ্চালনায় উক্ত শিক্ষাশিবিরটি উপজেলার স্থানীয় বাইট্টাপাড়া বাজারের এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  উক্ত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইউনিয়ন পুর্ব শাখার আমীর মোঃ শিহাব উদ্দীন, মাওলানা মোঃ আবুবকর, মোঃ আলমগীর হোসেন  প্রমুখ। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ সাধারন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চাইলে এ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে, নিজকে প্রস্তুত করতে হবে। কাঙ্খিত সমাজ ও রাষ্ট্র সংস্কারের কাজে, সামাজিক সেবা বা কাজের মাধ্যমে  সাধারণের মাঝে স্থান করে নিতে হবে। আর এটা করতে সক্ষম হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ : | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি)
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ