ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৩১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1087845 জন

  • নিউজটি দেখেছেনঃ 1087845 জন
ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের সাথে প্যাটেলচালিত সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনটি পুলিশ আটক করে নিয়ে গেলেও চালক পালিয়ে গেছে।


আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল  ১২ টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু মো. হুজাইফা আলিফ (১২) উপজেলার ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের এখলাছের মিয়ার ছেলে। সে শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্র ছিলেন।


স্থানীয়রা জানান, সকালে ভূঞাপুর দিক থেকে একটি বাঁশবোঝাই নসিমন আসছিল এবং গোবিন্দাসী বাজার থেকে একটি প্যাটেলচালিত সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল আলিফ। পথিমধ্যে বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ি সামনে পৌছলে ওই নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে প্যাটেলচালিত সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে আলিফ ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে পাঠায়।পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৩১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ